Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

প্রখ্যাত ব্যক্তিত্ব

১।মৃত বাদশা আলমগীর নামে ও নবাবন পবাজ খাঁ

তিনি মথুরেশপুর ইউনিয়ন পরিষদের প্রখ্যাত ব্যক্তি ছিলেন। প্রাচীনকাল থেকে তার নাম এখনও বহাল আছে। সবার অন্তরে। 

 

 

প্রাচীন কাল থেকে এই মসজিদটি খুবই ঐতিহ্যপূর্ন। প্রতিনিয়ত এখানে দেশ বিদেশ হতে বহু দর্শনার্থী মসজিদ পরিদর্শনে আসে। মসজিদ টির নির্মাতা মৃত বাদশা আলমগীর নামে ও নবাবন পবাজ খাঁ নামে এক ব্যক্তির কারনে প্রবাজপুর গ্রাম হয়। একজন ধর্মপ্রান মুসলিম। এখানে নিয়মিত নামাজ, আরবি, কুরআন শিক্ষা প্রদান করা হয়।মসজিদটি চারপাশে ছোট ছোট ইট দিয়ে তৈরি। মসজিদটির 4টি গুম্বুজ আছে, দরজা ৪টি জানালা ১০টি ওজুখানা ১টি সামনে একটা মাঠ আছে।অনেকেই মনে করেন এখানে মসিজদের অলৈলিক শক্তির বলে মনোবাসনা পূরণ করা সম্ভাব। তাই মহান আল্লাহর নামে অনেকেই মিলাদ, মাহফিল, দুআ অনুষ্ঠান ইত্যাদি করে থাকে। এ এলাকার সকল মানুষ মসজিদটির জন্য গর্বিত।