কালেরস্বাক্ষী বহনকারী কালিন্দীরতীরে গড়ে উঠা কালিগঞ্জ উপজেলার একটি ঐতিহ্যবাহীঅঞ্চল হলো মথুরেশপুরইউনিয়ন পরিষদ । কাল পরিক্রমায় আজ মথুরেশপুর ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তা আজওসমুজ্জ্বল রয়েছে ।
ক) নাম – ৯ নং মথুরেশপুর ইউনিয়ন পরিষদ
খ) আয়তন – ৩৭.৭৯(বর্গ কিঃ মিঃ)
গ) লোকসংখ্যা – ৩২,২২৫জন (প্রায়) (২০ সালেরআদম শুমারি অনুযায়ী)
ঘ) গ্রামের সংখ্যা – ২৬টি।
ঙ) মৌজারসংখ্যা - ২৬টি।
চ) হাট/বাজার সংখ্যা - ৫টি।
ছ) উপজেলা সদর থেকেযোগাযোগ মাধ্যম – সিএনজি/রিক্সা, ভ্যান, বাই সাইকেল, মটর সাইকেল, বাস ।ভাড়া ১৫টাকা উপজেলা হতে ইউনিয়ন পর্যন্ত।
জ) শিক্ষার হার –৬৫%। (২০০৯এরশিক্ষা জরীপ অনুযায়ী)
সরকারী প্রাথমিক বিদ্যালয়- ১৩টি,
উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ঃ২টি।
মাদ্রাসা- ৮টি।
ঝ) দায়িত্বরত চেয়ারম্যান – আলহাজ্ব শেখ আব্দুল ওয়াহেদ (মারুফ)
ঞ) গুরুত্বর্পূণ ধর্মীয় স্থান- টি।
ট)ঐতিহাসিক/পর্যটন স্থান – ১টি ।
ঠ) ইউপি ভবন স্থাপন কাল – ১৯৭৭ ইং।
ড) ইউপি কমপ্লেক্স ভবন নির্মান- ১৪/০২/২০০৯
***************************************************************
*সরকারী প্রাথমিক বিদ্যালয়- ১৩টি
*কমিউনিটি প্রাথঃ বিদ্যালয়- ১টি
*নিম্ন মাধ্যমিক বিদ্যালয়- ২টি
*স্বতন্ত্র এবতেদায়ী ও এতিমখানা মাদ্রাসা- ৪টি।
* গুরুত্বর্পূণ ধর্মীয় স্থান- ৩টি।
* ঐতিহাসিক/পর্যটন স্থান– ১টি
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS